কালিগঞ্জ প্রতিনিধি\ মিলনীই বিচ্ছেদ” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে সৌহার্দ, স¤প্রীতি ও সম্ভ্রমের গঙ্গা যমুনা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাহিত্যিক ও প্রবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিম, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধি এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, প্রভাষক শাহরিয়ার খান রিপন, সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও সুশীলনের সার্বিক ব্যবস্থাপনায় আগামি ৫ নভেম্বর সাহিত্য উৎসবে বাংলাদেশ সরকারের সাবেক সচিব কবি আব্দুস সামাদ ফারুক, সাতক্ষীরার জেলা প্রশাসকসহ দুই বাংলার খ্যাতিমান কবি ও সাহিতিক বৃন্দ সাহিত্য উৎসবে অংশগ্রহন করবেন।