কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি সাহিত্যিক ও প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গ্রাম্য ডাক্তার আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ—সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মনসুর আলী, আব্দুল হামিদ খান, সহ—সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামাপদ দাস, সহ—কোষাধ্যক্ষ আব্দুল গফুর সরদার, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুণ অর—রশিদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য গাজী লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মতলেবুর রহমান, কবি আলী সোহরাব, আব্দুর নুর, ইলাদেবী মল্লিক, শেখ আনোয়ার হোসেন, আব্দুল হামিদ সরদার, রফিকুল ইসলাম, শাহজাহান সাজু, ঠাকুর দাস কর্মকার প্রমূখ। সভায় শীত মৌসুমে আগামি ২৫ ডিসেম্বর ওয়াপদা ডাকবাংলা প্রাঙ্গণে সংগঠনের বার্ষিক বনভোজন, সদস্যদের পরিচিতি কার্ডসহ বিস্তারিত আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়।