কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জে সিনিয়ার সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর কালিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের অফিসে সবুজের সমারোহে ঘেরা মনোরম পরিবেশে বনভোজনটি অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে একটি উৎসব মুখের পরিবেশের সৃষ্টি হয়, যেখানে উপস্থিত ছিলেন কালিগঞ্জের ৬০ ঊর্ধ্ব বয়সের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, চাকরিজীবী ও শুধি সমাজের মানুষ। যারা একত্রিত হয়েছেন বয়সের ভারে এখন তারা দূরদূরান্তে ভ্রমণ বা আনন্দ উল্লাস করার জন্য পাড়ি জমাতে পারেন না। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। এছাড়াও সাতক্ষীরা থেকে আসা আগত সিনিয়ার সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সাতক্ষীরা নেতৃবৃন্দ। কালিগঞ্জের ৩২ সদস্য বিশিষ্ট সিনিয়ার সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন প্রায় সব সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন কালিগঞ্জ সিনিয়ার সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’র সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার আব্দুল কাদের।