শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামানের সুমন আর নেই কালিগঞ্জে ইয়াবা মোটরসাইকেলসহ তিন জন আটক আশাশুনি এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৯৯ আশাশুনিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের ভাঙন দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত খুলনায় মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় যৌথ অভিযানে জুযা খেলার সরঞ্জাম নগদ টাকা সহ ৪ জন আটক পানির অভাবে কাশিমাড়ীর সিংহভাগ জমি ধান চাষ থেকে বঞ্চিত বিষ্ণুপুর কলা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত কালিগঞ্জের মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন

কালিগঞ্জে সিয়াম ও যাকাত শীর্ষক সেমিনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সিয়াম ও যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় ফুলতলা মোড়ে জামায়াতে ইসলামী উপজেলা শাখার প্রধান কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগরদাড়ি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মুহাদ্দিস হাফেজ মাওঃ রবিউল বাশার। উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। এসময় আলোচকবৃন্দ যাকাতের তাৎপর্য ও দারিদ্র্য বিমোচনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। যাকাত ধনীদের সম্পদের ওপর গরীবের হক। এটি কোনো দান বা সাদকা নয়, বরং ইসলামের একটি আবশ্যিক বিধান। তাঁরা যাকাতের খাতসমূহ, এর শুদ্ধতা ও সমাজে এর প্রভাব সম্পর্কেও আলোকপাত করেন। সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাছাইকৃত ধনী (সাহেব—ই—নিসাব) ও যাকাত দাতারা উপস্থিত ছিলেন। সেমিনারে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী ও নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, কর্মপরিষদ সদস্য মাওঃ নূরুজ্জামান হাবিবী, মাওঃ আব্দুস সামাদ, মাওঃ আব্দুল মোমিন, আফতাব উদ্দিন, আবু ইসলামসহ দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com