কালিগঞ্জ প্রতিনিধি \ “বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১০টায় দিবসটি পালনে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সুন্দরবন একাডেমির আয়োজনে ও বে—সরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় অফিসার্স ক্লাবে সুন্দরবনের গুরুত্ব ও সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব ফোরামের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, প্রধান শিক্ষক আল—আমিন, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, যুব ফোরামের সদস্য সচিব মারুফ হোসেন, ছাত্র সমন্বয়ক আমির হামজা প্রমুখ। এসময় বক্তারা বলেন, “সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। আমাদের উচিত প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করে সুন্দরবনকে টিকিয়ে রাখা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাহিদা, দ্বিতীয় স্থান অধিকার করে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্ষীর্ আনিসা, এবং তৃতীয় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষাথী নাদিকা দত্ত। অনুষ্ঠান শেষ পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।