কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের ৫৫তম সাধারণ পরিষদের বার্যিক সাধারণ সভা ও ২০২২-২৩ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১০টায় সরকারি কলেজ সংলগ্ন সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে “জয় হোক সুশীলন” এই শ্লোগানকে সামনে রেখে উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু‘র পরিচালনায় বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুশীলনের পরিচালক মোস্তফা নুরুজ্জামান। সুশীলনের কার্যনির্বাহী কমিটির সভাপতি সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে শুরুতে অধিবেশনে বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ ইলাদেবী মলিক। এসময় বক্তব্য রাখেন সুশীলনের কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শ্যামাপদ দাস, শাহানা হামিদ, এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিম, সৈয়েদ মাহমুদুর রহমান, চন্দ্রিকা ব্যানার্জী, ভারত থেকে আগত অতিথি বিনাকী হালদার, সাংবাদিক শরিফুলাহ কয়সার সুমন ও আমেনা বিলকিস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কনিকা সরকার, সেলিনা সাঈদ, আরতি, তামিল দাসী, অষ্টমী মালুম, প্রতিমা রানী প্রমুখ। অধিবেশনে একশত ষোল কোটি আঠারো লাখ উনত্রিশ হাজার পাঁচশত ছাপান্ন টাকার বাজেট পেশ করা হয়।