কালিগঞ্জ প্রতিনিধিঃ বেকার যুব মহিলাদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে স্বল্পমূল্যের বাণিজ্যিকভাবে সেনেটারি ন্যাপকিন তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় পরিচালিত ইউজিডিপি প্রকল্পের ইউডিএফ আসমাউল হুসনা। উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে ৬দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে ২০জন যুব মহিলা প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। উলেখ্য ২০১৭ সাল থেকে এই প্রকল্প দেশের বিভিন্ন উপজেলায় কাজ করছে।