কালিগঞ্জ প্রতিনিধিঃ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পে সেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে সেবাপ্রদানকারী বিভাগ এর সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে সামাজিক উদ্যোগ ফোরাম উপজেলা সভাপতি সুকুমার দাশ বাচ্চু’র সভাপতিত্বে ও বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি প্রোগ্রাম অফিসার আব্দুস সালামের পরিচালনায় সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিক আল সারাহ, কমিটিরর সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, হাফিজুর রহমান শিমুল, এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুখ। মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও অগ্রগতি সংস্থা বাস্তবায়নে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রোগ্রাম সহায়ক প্রীতি কণা রায়।