কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পানিয়া গ্রামে কবি আব্দুর রবের বাস ভবনে কবিদের মিলন মেলা, স্বরচিত কবিতা পাঠের আসর ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক ও প্রবন্ধীক গাজী আজিজুর রহমান। এসময় তিনি বলেন, পৃথিবীর সব পরিবর্তনের পেছনে কবি সাহিত্যিকদের অবদান রয়েছে। কবিদের পথ চলা বা উচ্চতায় ওঠার কোন শেষ নেই। অনেক রাষ্ট্র নায়করা কবি ও সাহিত্যিক ছিলেন। সাতক্ষীরায় অনেক বড় বড় কবি আছে জাতীয় পর্যায়ে তাদের অবাদ বিচরণ। কবিদের আসল কাজ হলো লেখার মাধ্যমে দেশ ও সমাজের নতুন কিছু তৈরী করা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবিতা পরিষদের সভাপতি কবি মন্ময় মনির, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুলাহ, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য মাহফুজা খানম, শ্যামনগর সাহিত্য সংসদের সভাপতি কবি চারুচন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব বুলবুল, কবি আবু কাওসার, খরকুটোর সম্পাদক আলী সোহরাব প্রমুখ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বাবর আলী সরদার, কবি শামসুর রহমান, কবি দীপক কুমার, কবি মেহেরুন্নেসা মিম, কবি জিএম, পারভেজ, কবি জিএম, আব্দুর রব, কবি শামসুর রহমান। অনুষ্ঠান শেষে কবি, সাহিত্যিক, শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্নভোজের আয়োজন করেন কবি আব্দুর রব।