কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জের ভূমি অফিসের উদ্যোগে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্ধোধন হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস ভবনের সামনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে পরে স্মাার্ট ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে এবং ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মিয়ারাজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার। এসময় ভূমি অফিসের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক সহ সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন।