শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

কালিগঞ্জে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলের অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২

স্টাফ রিপোর্টার \ কালিগঞ্জে সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধ ভাবে দখল করে পাঁকাঘর নির্মাণের পর পার্শ্ববর্তী রেকর্ডিও মালিকের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল কালিগঞ্জ-শ্যামনগর মহসড়কের পাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাফিজুর রহমান গাইন বাদি হয়ে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। ভুক্তভোগী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত করিম বক্স গাইনের ছেলে। অভিযুক্ত মতিয়ার রহমান মতি উপজেলা সদরের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত কামাল উদ্দীনের ছেলে। অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা যায়, সড়ক ও জনপদ বিভাগের রাস্তার সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে পাঁকাঘর নির্মাণ করেছেন মতিয়ার রহমান মতি। ইতিমধ্যে সে পার্শ্ববর্তী রেকর্ডিও জমির মালিক হাফিজুর রহমান গাইনের তৈরিকৃত ঘরের দিকে গেট লাগিয়ে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। গত ৭ মে দুপুরে ধুরন্ধর মতিয়ার রহমান তার ভাড়াটিয়া বাহিনী এনে ইট বিছিয়ে ঢালাই দিয়ে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দখলের পায়তারা করতে থাকে। এসময় পার্শ্ববর্তী রেকর্ডিও জমির মালিক ঐ কাজে বাঁধা দেওয়ায় মতির ভাড়াটিয়া লোকজন দিয়ে প্রতিপক্ষকে মারপিট করার জন্য লোহার রড উচিয়ে হত্যার হুমকি দিতে থাকে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে উপ-পরিদর্শক খবির উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সরকারী সম্পত্তি দখলের বিষয়ে মতিয়ার রহমান মতি কাছে জানতে চাইলে তিনি বলেন, মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণ ও মোটরসাইকেল চলাচলের জন্য রাস্তা করেছি। এ ক্ষেত্রে সওজের কোনো অনুমতি গ্রহণ করেনি। সম্পূর্ণ নিজ উদ্যোগে কাজ করছি। এ বিষয়ে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা আব্দুল হাকিম বলেন, প্রত্যক্ষ করা গেল এটি পরিকল্পিত জায়গা দখলের পায়তারা। তিনি প্রতিবেশীর হয়রানির চেষ্টা করছেন। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক খবির উদ্দিন বলেন, থানার উপ-পরিদর্শক খবির উদ্দিন বলেন, দুই পক্ষ রাজি হলে আপস মীমাংসা করা হবে। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ অভিযোগের বিষয়ে বলেন, লিখিত অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত করা হবে। আর সওজের জায়গায় কোন অবৈধ স্থাপনা থাকলে দ্রুত অভিযানের মাধ্যমে উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com