বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় ওলিউর রহমান সজীব (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ওলিউর রহমান সজীব সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট এলাকার বাবু গাজীর ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ৯ এপ্রিল রবিবার বিকেল ৫ টার দিকে ওলিউর রহমান রায়পুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় শ্যামনগর থেকে ছেড়ে আসা দ্রæতগামী একটি ট্রাক (যশোর-ড ১১-১৩১২) তাকে ধাক্কা দিলে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় ওলিউর রহমানকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার উপ-পরিদর্শক নকিব আহমেদ পান্নু জানান, ঘাতক ট্রাকটি পিরোজপুর মোড় এলাকা থেকে জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে। কালিগঞ্জ থানার অফিসার মো. মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।