সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর করুন মৃত্যু হয়েছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে গরুবাহী পিকাপের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি নুরনগর টু কালিগঞ্জ সড়কের রতনপুর বাজার এলাকায় ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে,উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের তেঘরীয়া গ্রামের নু ইসলামের পুত্র মনিরুল ইসলাম মন্টু (৩৬) গত সোমবার দুপুর ২ টার রতনপুর বাজারে সড়কের ধারে বসে সাইকেল সারাই করছিলো। এসময়ে গরুবাহী একটি পিকাপ (মিনি ট্রাক) নুরনগরের দিক থেকে দ্রুত গতিতে এসে মিন্টুকে ধাক্কা দেয়। এ ঘটনায় সে গুরুতর যখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সন্ধ্যার চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। (ইন্না লিল­াহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। স্থানীয়রা জানান চালক বেপরোয়া গতিতে পিকাপ চালাচ্ছিল। বাজারের ব্যবসায়ীরা চালককে উত্তম মাধ্যমদিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় নিহতের পরিবার তথা নিকটজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com