কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নব নির্বাচিত কমিটির পরিচিত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কালিগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কালিগঞ্জ উপজেলার সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, শুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ শিবপদ গাইন, প্রভাষক বাসুদেব শিংহ, অধ্যক্ষ সনদ কুমার গাইন সজল কুমার মূখার্জি, ডা: মিলন কুমার ঘোষ, অসিত কুমার সেন প্রমূখ। আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান পরিষদ ও পুজা উদযাপন পরিষদের নেত্রী বৃন্দ, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পুজা উদযাপন কমিটির সাধরন সম্পাদক ডা: মিলন কুমার ঘোষ।