কালিগঞ্জ প্রতিনিধি\ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চ‘ুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আ‘লীগ নেতা, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক ও প্রবান্ধিক গাজী আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মেরিনা আক্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মহিলা আ‘লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ফেরদৌস মোড়ল, সাফিয়া পারভীন, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মলিক, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, সাংবাদিক আশেক মেহেদী, সহকারী শিক্ষক জিএম, আবু আব্দুলাহ, কনিকা সরকার প্রমুখ। সভায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।