বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জে ১৮৫ পিচ ইয়াবাসহ মিলন দাস (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ। আটক মিলন দাস শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের রনজিত দাসের ছেলে। এ সময় তার ব্যবহৃত ১৫০সিসি পালসার মোটর সাইকেলটিও জব্দ করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, ৯ নভেম্বর বুধবার দুপুর ২টার দিকে ৩ এপিবিএন শিরোমণি খুলনা’র পুলিশ পরিদর্শক বাবুল আকতারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কালিগঞ্জ-শ্যামনগর সড়কের খানবাহাদুর আহছানউলা (র.) সেতুর উপর থেকে মিলন দাসকে আটক করার পর তার তার দেহ তলাশী করে ১৮৫ পিচ ইয়াবা উদ্ধার ও একটি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-১৫, তারিখ ০৯/১১/২০২২। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে আটক মাদক ব্যবসায়ী মিলন দাসকে কারাগারে প্রেরণ করা হয়েছে।