কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর জামি’আ এমদাদিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসায় ৩দিন ব্যাপি বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ অজীহুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুলাহ। তিন দিন ব্যাপি ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করেন গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামীম সাহেবজাদা পীরে কামেল আলামা মুফতি রুহুল আমিন দাঃবাঃ, হযরত মাওঃ মুফতি আল আমিন সাঈফী, মুহতামিম হাফেজ মাওঃ আমিনুর রহমান, ঢাকা ইসলামী রিসার্স সেন্টার বিভাগের প্রধান আলামা রফিকুল ইসলাম আল মাদানী, হযরত মাওঃ রায়হান উদ্দীন আনসারী, হযরত মাওঃ মুফতি হাফিজুর রহমান, বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসার শাইখুল হাদীস পীরে কামেল হযরত মাওঃ মুফতি আব্দুস সাদেক সাহেব দাঃবাঃ, নওগার হযরত মাওঃ আবু রায়হান, হযরত মাওঃ সিরাজুল ইসলাম সিরাজী। মুসলিম উম্মাহ’র শান্তি ও অগ্রগতি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ অজীহুর রহমান এসময় আলাহু ধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। শেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়। উলেখ্য এবছর মাদ্রাসা থেকে ১৭জন হাফেজ, ৪জন মহিলা হাফেজ, ১০জন মাওলানা, ৪জন মহিলা আলেমা পাশ করেছে।