বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ হাফিজুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটক মাদক ব্যবসায়ী হাফিজুল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ওই যুবক রতনপুর ইউনিয়নের চুনাখালি গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সাইমুন ঢালী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে ৪০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আকট করে। আটককৃত মাদক ব্যবসায়ীকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।