বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের ইসলাম হোসেনের পুত্র। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দিবাগত রাত ১১ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক সাইমুন ঢালীর নেতৃত্বে পুলিশ উপজেলার পশ্চিম নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রিকালে ৪০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।