কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জে উপজেলা পরিষদ মাঠে ৪দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কালিগঞ্জ দি ইয়ং সোসাইটি যুব ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় কাকশিয়ালি শতদল ফুটবল একাদশ ও দি ইয়ং সোসাইটি ক্লাবের মধ্যে খেলায় আক্রমণ পাল্টা আক্রমণ ক্রিয়া নৈপুণ্য এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, কাকশিয়ালী শতদল ফুটবল একাদশ প্রথম অর্ধে তিন তিনটি গোলের সুযোগ পেয়ে বল ক্রসবারে লেগে ফিরে আসে দ্বিতীয় অধ্যায় দি ইয়ং সোসাইটি ক্লাব ১ গোল দলকে এগিয়ে নেয় খেলা শেষ পর্যন্ত কাকশিয়ালী শতদল ফুটবল একাদশকে এক শূন্য গোলে হারিয়ে দি ইয়ংস্টার সোসাইটি ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন ফিফা এসিস্ট্যান্ট রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারি ছিলেন সুকুমার দাশ বাচ্চু ও সৈয়দ মমিনুর রহমান। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার এস আই আব্দুল সালাম, উপজেলা যুবলীগের নেতা ও ক্রীড়া সংস্থা সদস্য নুরুজ্জামান, যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম মনি, ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মারুফ, আবু সিনা প্রমূখ উপস্থিত ছিলেন।