কালিগঞ্জ (সদর) প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা টিইও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকাশ চন্দ্র মন্ডল, ওমর ফারুক, নয়ন কুমার সাহা, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার প্রমুখ। এছাড়াও উপজেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।