কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ আ“লীগের প্রচার সম্পাদক কাজী আব্দুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল যোহর নামাজ বাদ বাজার গ্রাম ঈদগাহ ময়দানে যানাজা নামাজ অনুষ্টিত হয়। যানাজায় এলাকার শত শত মানুষ ও আ“লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে যানাজায় ইমামতি করেন বাজার গ্রাম রহিমপুর জামিয়া ইমাদাদিয়া রহিমামিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা শেখ অযিহুর রহমান। যানাজায় উপস্থিত ছিলেন উপজেলা আ“লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, সাধারন সম্পদক চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট, যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, ইটালী আ“লীগের সাধারন সম্পদক মোঃ রনি আহম্মেদ, দপ্তর সম্পাদক শেখ শাহিনুর রহমান, শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারন সম্পদক মোঃ আব্দুস সবুর, কৃষকলীগের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও সুধিজন প্রমুখ। এর পূর্বে সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মরহুমার বাড়িতে এসে শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানান এবং রুহের মাগফিরাত কামনা করেন। যানাজা শেষে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।পরে মহৎপুর সরকারী কবর স্থানে দাফন সম্পন্ন হয়। উলেখ্য শুক্রবার মরহুম কাজী আব্দুর রহমানে তার বাজারগ্রামস্থ নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।