কালিগঞ্জ প্রতিনিধি \ আ‘লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও পদ্মা সেতরু উদ্বোধীন অনুষ্ঠানে যোগ দানের লক্ষে কালিগঞ্জ উপজেলা আ‘লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডাকবাংলা মোড় আ‘লীগের নিজস্ব কার্যালয়ে উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ‘লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, উপজেলা আ‘লীগের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, আ‘লীগ নেতা সৈয়লুদ্দীন, গাজী জাহাঙ্গীর কবির, ইউনিয়ন আ‘লীগের সভাপতি সজল মুখার্জী, মোস্তফা কবিরুজ্জামান মন্টু, নুরুল হক সরদার, মোজাম্মেল হক গাইন, গোবিন্দ মন্ডল, কাজী কাওফিল আরা সজল, মোকলেছুর রহমান মুকুল, দুলাল চন্দ্র ঘোষ, সাবেক সভাপতি শেখ জালাল উদ্দীন, মহিলা আ‘লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, যুব মহিলা লীগের সভানেত্রী ফতেমা আক্তার রিক্তা ও শ্যামলী রানী অধিকারী প্রমুখ। সভায় আগামি ২৩ জুন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে আ‘লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক ও এসএম, জগলুল হায়দারের নেতৃত্বে ২৪ টি পরিবহন যোগে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।