স্টাফ রিপোর্টার \ কালিগঞ্জ উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সির বিরুদ্ধে সরকারি অর্ধশত মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল সকালে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর এলাকায় ঘটে। গতকাল দুপুরে সরেজমিনে রায়পুর গ্রামে গেলে সবেজান বিবি, কাইরুল ইসলাম, ছুন্নত আলীসহ একাধিক ব্যক্তিরা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতাধীন রায়পুর থেকে নিজদেবপুর কার্পেটিং সড়কের পাশে স্থানীয়রা মেহগনি গাছ লাগায় তিন থেকে চার বছর পূর্বে। ওই রাস্তার পাশে পুকুর পাড়ে, নরিম আলী মুন্সির প্রায় অর্ধশত মেহগনি গাছ লাগানো হয়। নিজের পুকুর খননের জন্য প্রভাব খাটিয়ে গতকাল সকালে অর্ধশতাধিক গাছ কেটে সাবাড় করে ফেলেন। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন, রাস্তার পাশে যে কেউ গাছ লাগাতে পারেন। কিন্তু কাটতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। মাষ্টার নরিম আলী কারো অনমুতি ছাড়াই সম্পূর্ণ বেআইনি ভাবে গাছ কেটেছেন। এ ব্যাপারে মাষ্টার নরিম আলী মুন্সির সাথে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।