কালিগঞ্জ ব্যুরো ঃ আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মত বিনিময় করেছেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। গতকাল সন্ধ্যায় মথুরেশপুর ইউপিতে মত বিনিময় সভায় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বিগত দিনে জেলা পরিষদ থেকে এই এলাকার মানুষের জন্য ব্যাপক কাজ করেছি। আগামী নির্বাচিত এই উন্নয়ন আরো তরান্বিত করা হবে। তিনি সকলের কাছে মটর সাইকেল প্রতীকে ভোট চাইলেন। এর পূর্বে তিনি কালিগঞ্জ বিভিন্ন ইউপিতে মত বিনিময় করেন। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী সুমি, উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, চেয়ারম্যান আব্দুল আলিম আল রাজী, চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক সহ ইউপি সদস্য আ’লীগ নেতা, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।