বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের কার্তিকের সেলুন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাঈদ মেহেদি কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের পুত্র। সেলুনের মালিক কার্তিক জানান, সন্ধ্যায় সাঈদ মেহেদী তার দোকানে চুল দাড়ি কাটতে আসেন। এর কিছুক্ষণ পর পুলিশ এসে সাঈদ মেহেদীকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবীর মোল্লা ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, সাঈদ মেহেদীকে গ্রেফতারপূর্বক থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার অর্থাৎ আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।