রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জ উপজেলা জুড়ে কেনাকাটায় উপচে পড়া ভিড় \ দর্জি পাড়ায় কাটছে নির্ঘুম রাত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫

কালিগঞ্জ ব্যুরো \ কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে পবিত্র ঈদুল ফিতরের পোশাক পরিচ্ছদ কেনাকাটার শেষ মুহূর্তে মানুষের উপচে পড়া ভিড়। দর্জিপাড়াগুলোতে চলছে শ্রমিকদের নির্ঘুম রাত। শনিবার সকাল সাড়ে দশটায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের মানসম্মত ও রুচির বহিঃপ্রকাশ শীতাতপ নিয়ন্ত্রিত গার্মেন্টস ও কাপড়ের দোকানগুলোতে নারী, শিশু, বৃদ্ধ সহ সকল শ্রেণীর মানুষ নতুন কাপড়ে ঈদের আনন্দকে একে অপরের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য নতুন কাপড় কেনা কাটায় ব্যস্ত সময় পার করছে উক্ত জনপদের সকল শ্রেণীর মানুষ। এমনটিই মিডিয়াকর্মীর ক্যামেরায় ধরা পরল দক্ষিণ জনপদের সুনামধন্য মার্কেট কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের রাজ শপিং সেন্টারে। নান্দনিক সাজে সজ্জিত রাজ শপিং সেন্টার এর মত সকল অভিজাত বস্ত্র বিতান গুলোর ভিতরে এবং বাহিরের এলাকাগুলো ক্রেতাদের সর্বোচ্চ সিকিউরিটির স্বার্থে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। নাজিমগঞ্জ বাজারের কাপড় পট্টির প্রত্যেকটি গলির দু’পাশের সারি সারি দোকানের ডিসপ্লেতে সাজানো নান্দনিক পোশাক সজ্জিত। ক্রেতাদের মন আকর্ষণের মধ্য দিয়ে উপজেলার সকল শ্রেণীর মানুষ একই স্রোতে মিশেছে নাজিমগঞ্জের কাপড়ের দোকানগুলোতে। ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের দর্জিপট্টিগুলোতে টেইলার্স শ্রমিকরা কাটাচ্ছেন নির্ঘুম রাত। ঈদের পূর্ব মুহূর্তের প্রত্যেকটা সেকেন্ড তাদের চলছে নতুন পোশাক তৈরির কর্মব্যস্ততায়। ফিলিস্তিনি গাজা বাসীদের উপর নির্মম পশ্চিমাদের নিয়ন্ত্রিত ইসরাইলের বর্বর নির্যাতনের অভিনব প্রতিবাদ হিসেবে কিছু কিছু দোকানের সম্মুখ দ্বারে ইসরাইলের পতাকার উপরে পা দিয়ে মুছে ইসরাইলদের প্রতি ঘৃণা ও প্রতিবাদ করে দোকানগুলোতে ঢোকার দৃশ্য চোখে পড়ে। ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে কাপড় ব্যবসায়ী রাজ শপিং সেন্টারের স্বত্বাধিকারী রুমি, অভিজাত বস্ত্রালয়ের প্রোপাইটার প্রভাষক মোঃ আনিসুর রহমান, আহসানিয়া বস্ত্রালয়ের প্রোপাইটার মোঃ হাফিজুর রহমান, কামাল ক্লথ স্টোরের প্রোপাইটার ও ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের হাট কমিটির সভাপতি মোঃ আব্দুল করিম দৈনিক দৃষ্টিপাতকে জানান কালিগঞ্জ উপজেলা প্রশাসনের কড়া নজরদারিতে এ বছর বাজারের প্রত্যেকটি দোকানের সম্মুখদ্বারে দ্রব্য মূল্যের তালিকা টানিয়ে রাখতে বলা হয়েছে। এরফলে দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে। এদিকে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ও সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাসের কড়া বাজার মনিটরিং ব্যবস্থার মধ্য দিয়ে বাজারের সকল পণ্যের দাম নির্ধারিত মূল্যে বিক্রয় করার কার্যক্রম অব্যাহত রেখেছে। নাজিমগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখা যায় কোন বিক্রেতা অতি মুনাফা লাভের উদ্দেশ্যে নির্ধারিত মূল্য ছাড়া অধিক মূল্যে বিক্রয় করা থেকে বিরত আছে। ফলে সাধারণ মানুষ স্বল্পমূল্যে পোশাক পরিচছদ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় ক্ষমতার মধ্যে স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারছে। সবকিছু মিলিয়ে এবারের ঈদ যাত্রা ও কেনাকাটা সহ মানুষের একমাস সিয়াম সাধনের পরে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উদযাপন হোক আনন্দময়। সকল শ্রেণীর মানুষের ঘরে ঘরে বয়ে যাক এক অফুরন্ত আনন্দের বারি। ভ্রাতৃত্ব, মমত্ব সৃষ্টিশীলতার আনন্দের জয় কলিতে ভরে যাক প্রত্যেকটি মুসলিম পরিবার। প্রত্যেকটি পরিবার হয়ে উঠুক এক একটি শান্তির নীড়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com