কালিগঞ্জ ব্যুরো: আগামী ৮ই মে প্রথম ধাপে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং অফিসার মো:সরোয়ার হোসেন প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেন। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রতিক পেলেন ১১ প্রার্থী। তারা হলেন- সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান পদে মো: সাইদ মেহেদী ঘোড়া প্রতীক, ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন আনারস প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে সদ্য বিদায়ী শেখ নাজমুল ইসলাম তালা, শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু বই, কাজী আব্দুস সালাম উড়োজাহাজ, বকুল বিশ্বাস টিয়া পাখি প্রতীক পেয়েছেন। সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে দীপালি রানি ঘোষ বল, সুরাইয়া আফরোজ সুমি কলস, ফারজানা শওকত আফির হাঁস, শ্যামলী রানি পদ্ম ফুল প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়ে সকল প্রার্থীরা কালিগঞ্জ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।