কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা ম-ল। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম ও সৈয়দ মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য কৃষ্ণা কর্মকার, শেখ আল নূর আহমেদ ইমন প্রমুখ। উল্লেখ্যঃ দুর্নীতি দমন কমিশনের নির্দেশক্রমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগামি ৯ ডিসেম্বর বেলা ১১টায জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়ানো, ১১টা ১০ মিনিটে মানববন্ধন, দুপুর ১২টায় অফিসার্স ক্লাবে আলোচনা সভা। এছাড়াও উপজেলা এলাকায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দর্শনীয় স্থানে ব্যানার ও ফেস্টুন টানানো।