কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা, উপজেলা আইন শৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার পরিচালনায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, উপজেলার চেয়ারম্যন এ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হকিম সহ ১২ টি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সদস্যবৃন্দ।