কালিগঞ্জ ব্যুরো ॥ কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যানের পুত্র ও উপজেলা আ’লীগের নেতা ইঞ্জিঃ শেখমেহেদী হাসান সুমন আনারস প্রতীকে ৬২ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: সঈদ মেহেদী ঘোড়া প্রতীকে ৩২ হাজার ৫৫ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, বই প্রতীকে সংরক্ষিত ভাইস চেয়ারম্যান ফারাজানা শওকাত আফি হাঁসপ্রতীকে বিজয়ী হয়েছে।