কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী। উপলক্ষে আলোচনা সভা ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ থানা’র ওসি মোঃ মামুন রহমান, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা শেখ মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত, সোহারাদ্দী পার্ক কমিটির সাধারন সম্পাক এ্যাড. মোঃ জাফরুলাহ্ ইব্রাহীম প্রমুখ। সভাপতিত্বে সমাপনি বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন, শহীদ শেখ কামালের জন্মদিনে স্মৃতিচারন করতে যেয়ে তিনি বলেন বহূ প্রতিভায় গুনান্মিত ছিলেন শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। বঙ্গবন্ধুর পুত্র হিসেবে তার মধ্যে নেতৃত্ববোধ সহ ক্রিড়াঙ্গনে এক অসাধারন প্রতিভার দৃষ্টান্তস্থাপন রেখে গেছেন। তাই আমাদেরকে বর্তমান প্রজন্ম ও ভবিষ্যতের প্রজন্মদের নিকট এ সকল প্রতিভার স্মৃতি তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভ্যাটেন্যারী সার্জন ডা: উৎপল রায়, দৈনিক দৃষ্টিপাত প্রত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, সোনালী ব্যাংক লিঃ এর কালিগঞ্জ শাখা ব্যাবস্থাপক শ্রী প্ররোসেনজিত কুমার সহ সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সূধীবৃন্দ। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল। এ উপলক্ষে বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে এক প্রিতি ফুটবল ম্যাচের আয়োজন হয়।