কালিগঞ্জ প্রতিনিধি \ “স্বেচ্ছায় করবো রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই শ্লোগানেকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা ব্লাড ব্যাংকের ৩য় বর্ষ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে হেলথ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল পাউখালীর সৌজন্যে খানবাহাদুর আহছানউলা সেতু সংলগ্ন বঙ্গবন্ধু‘র ম্যুরাল এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লার্ড ব্যাংকের মিলন মেলার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ফিরোজ হোসেন। কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুলাহর সভাপতিত্বে ও ব্লাড ব্যাংকের সদস্য জিলুর রহমানের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফিফা সহকারী রেফারী শেখ ইকবাল আলম বাবলু, ইউপি সদস্য আবু মুছা সরদার ও ফয়সাল কবির, সংরক্ষিত সদস্য আকলিমা খাতুন মিতা, সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহের, সংগঠনের পরিচালক শেখ ফায়সাল আহমেদ মাহফুজ, সংগঠনের উপদেষ্টা নুরুন্নবী শাহীন, কার্যকারী সদস্য মিজানুর রহমান, মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান, নলতা শরীফ পীর মাতা ব্লাড ব্যাংকের আকবর আলি প্রমুখ। আলোচনা সভা শেষে কালিগঞ্জ ব্লার্ড ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।