কালিগঞ্জ প্রতিনিধিঃ “সরকারি সেবা ও খাসজমিতে ভূমিহীনদের অধিকার চাই” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর কালিগঞ্জ সেন্টার অফিস সংলগ্ন রাজস্ব অফিস গণপাঠাগারে উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজন ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সাইফুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইলাদেবী মলিক, যুগ্ন সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন সাংগঠনিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক মনসুর আলী, নিয়াজ কওছার তুহিন, সেলিম শাহরিয়ার, হাফিজুর রহমান শিমুল, শিক্ষক সাইফুল ইসলাম ও কনিকা সরকার, শান্তি গোপাল চক্রবর্তী, খোদেজা খাতুন, পারুলিয়া কেন্দ্রের ম্যানেজার আব্দুস সেলিম, নারী ফেডারেশনের নুপুর দাস প্রমুখ। ত্রৈমাসিক সভার সার্বিক তত্ববধায়নে ছিলেন উত্তরণের সেন্টাল ম্যানেজার আলমগীর কবীর।