কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণাসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড়। অত্র স্কুলের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও কমিটির সদস্য সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা নিবার্হী কর্মকতার্র কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, ম্যানেজিং কমিটির সদস্য শেখ সাইফুল বারী সফু, শেখ হুসাইন আহমেদ গোলাম, শেখ আনোয়ার হোসেন, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, স্কুলের সাবেক অবসরপ্রাপ্ত অধাক্ষ রিয়াজুল ইসলাম, শিক্ষিকা কনিকা সরকার, অভিভাবক মহসিন আলম ও অনামিকা কর্মকার। আলোচনা সভা শেষে ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। অনুষ্ঠানে কৃতি শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকতার্সহ সকল অতিথিবুন্দ।