কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল( সি এ জি) কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী তিন দিনব্যাপী ১২ থেকে ১৪ মে বিশেষ সেবা কার্যক্রম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী।উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইপিআই টেকনিশিয়ান মহিবুল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষণ অফিসের এস ওএস তাজউদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা শঙ্কর কুমার দে, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী প্রমুখ।