কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে একটি শোক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশের মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরুক আহমেদ উজ্বলের পরিচালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান, আ,লীগ নেতা ও রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন প্রমুখ। ইহাছাড়া উপজেলা আ‘লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আ‘লীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।