রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জ কৃষ্ণনগরে প্রমীলা ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগ চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২

আব্দুল মাজিদ কৃষ্ণনগর থেকে \ ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কৃষান মজদুর ইউনাইটেড হাই স্কুল মাঠে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বিকালে ৫ টায় প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করে খুলনা বিভাগ প্রমিলা ফুটবল একাদশ বনাম বরিশাল প্রমিলা ফুটবল একাদশ, ইউপি, চেয়ারম্যান সাফিয়া পারভীনের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে খেলাটি উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ এ কে এম ফজলুল হক, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারি কমিশনার ভূমি রোকনুজ্জামান বাপ্পি কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ হালিমুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী, ফিফার সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি প্রমুখ। খেলায় খুলনা বিভাগের প্রমিলা ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বরিশাল বিভাগকে। চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেন। উক্ত খেলায় দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় যানবাহনে চড়ে আসা কয়েক হাজার ফুটবল প্রেমিক দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়া নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com