কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ উপজেলা অনুর্ধ্ব ১৭ দলের খেলোয়াড় মোঃ আকিবের পিতা মোঃ আব্দুস সবুর আর নেই। সে বাজার গ্রাম রহিমপুরের মৃত বদর উদ্দীনের পুত্র। গতকাল ৮ ই জানুয়ারী দিবাগত রাতে উপজেলার বাজার গ্রাম রহিমপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালি..ওয়াইন্নাইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৭)। গতকাল যোহর নামাজ বাদ উপজেলার বাজার গ্রাম জামিয়া এমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে জানাযা নামাজ শেষ মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। যানাজা নামাজে ইমামতি করেন মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা আলহাজ্ব মোঃ অজিহুর রহমান। উক্ত জানায় স্থানীয় জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। এদিকে গতকাল সকাল ৮টায় অনুর্ধ্ব ১৭ খেলোয়াড় আকিবের পিতার মৃত্যুর খবব পাওয়ার পর কালিগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ও ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সহ উপজেলা ক্রিড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ আকিবের বাড়িতে উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।