শাহাদাত হোসেন দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) থেকে ঃ কালিগঞ্জ গোবিন্দকাটি গ্রামে একটি দেশী প্রজাতীর গাভী এক সাথে দু’টি বাছুর প্রসব করেছে। শুক্রবার সকাল ৭টার দিকে একসঙ্গে দু’টি বাছুর প্রসব করে গাভীটি। একসঙ্গে দু’টি বাছুর প্রসব করায় এলাকার মানুষ দেখতে বেশ ভিড় জমিয়েছে কালিপদ সরকারের বাড়িতে। গাভীর মালিক জানান, আমি গাভীটিকে সন্তানের মতো করে দেখভাল করি। পেটে বাচ্চা আসার পর থেকেই আমরা তার সেবাযতœ করি বেশি করে। আজ আমাদের কষ্ট স্বার্থক হয়েছে। গাভী সাদা রং এর দু’টি বাছুর প্রসব করে বাছুর দু’টি ও গাভী সুস্থ আছে।