কালিগঞ্জ প্রতিনিধি\ ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে কালিগঞ্জে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডাকবাংলা মোড় থেকে একটি শোক র্যালি বের হয়ে খানবাহাদুর আহছাউলাহ সেতু সংলগ্ন বঙ্গবন্ধুর মুর্যালে শেষ হয়। পরে উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের নেতা কাজী আব্দুর রহমান, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রবীন আ’লীগ নেতা সইলুদ্দিন গাজী, গাজী জাহাঙ্গীর কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান জামু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, মহিলা আ’লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, আ’লীগ নেত্রী শ্যামলী রানী ঘোষ, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আলিম আল-রাজী টোকন, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, বিষ্ণপুর ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সভাপতি সুমন, আ’লীগ নেতা শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আব্দুস সবুর।