কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রারোধ, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে, বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ নেছার উদ্দীন খান ও সাধারণ সম্পাদক সোহেল রানা বাপ্পির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণত সম্পাদক রাকিব ইয়াছির (রাসেল),ছাত্রলীগ নেতা ইশতিয়াকুর রহমান পাভেল, সজীব, সুজন, পারভেজ, তানভীর, প্রমুখ। বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ নেছার উদ্দীন খান ও সাধারণ সম্পাদক সোহেল রানা বাপ্পি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী যেকোনো সময় যেকোন প্রোগ্রাম করতে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা সর্বদা প্র¯‘ত।