কালিগঞ্জ ব্যুরোঃ কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বের সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নুর ইসলাম, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, হাজী তফিল উদ্দিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ শফিউলাহ, সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এড. জাফরউলাহ ইব্রাহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্œা চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, সভায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসময় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।