ধলবাড়িয়া প্রতিনিধি ঃ কালিগঞ্জ ধলবাড়িয়া জামাইয়ের ছুরির আঘাতে শশুর সহ ৩ জন মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি গতকাল সন্ধ্যায় রতেœশ্বরপুর গ্রামে ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে পারিবারিক কলহের জের ধরে রতেœশ্বপুর গ্রামের জোহর আলীর পুত্র ইসহাক তার শ্বশুর পোচল গাজী, ছোট মেয়ে জেহেরুন নেছা ও ছেলে শাহিনকে ছুরি দিয়ে মারাত্মক ভাবে জখম করে। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।