কালিগঞ্জ ব্যুরো ঃ শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা, এই প্রতিপাদ্য কে সামনে রেখে মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়াধীন, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন, তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরার) সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার। তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমলে দেশে তথ্য প্রযুক্তির বিশ্বের মধ্যে রোল মডেল এ পরিণত হয়েছে। পুরুষ মহিলার সমতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনার সরকার। মানুষের জীবন মানের এক অভাবনীয় উন্নতি হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুলাহ, ইউ,পি সদস্য আবু মুসা সরদার, শেখ খাইরুল ইসলাম, তথ্য সেবা সহকারি রাবেয়া বসরী, নাজমা খাতুন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মিরানা আক্তার।