কালিগঞ্জ (সদর) প্রতিনিধিঃ কালিগঞ্জের অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার রাতে কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে থানার ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার খবীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান। এ সময় বিদায়ী অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমূখ।