বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ঃ কালিগঞ্জ বিষ্ণুপুর বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মত বিনিময় করেছেন থানার নবাগত (ওসি) মোহাম্মদ মামুন রহমান। গতকাল সকাল ১০টায় বিষ্ণুপুর ইউপি ও রামকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। তিনি বলেন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের ব্রত নিয়ে থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে চাই। সকলের সহযোগিতা পাইলে আমি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং,জঙ্গিবাদ, রাষ্ট্র বিরোধী, ব্যাভিচার, চুরি ও দালালমুক্ত থানা উপহার দিবো ইনশালাহ। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার শেখ মোর্শেদ আলী, ইউনিয়ন সহকারি বিট অফিসার সেলিম রেজা। এসময় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও গ্রাম পুলিশ সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।