কালিগঞ্জ (সদর) প্রতিনিধি ঃ কালিগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। গতকাল বেলা ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় কালিগঞ্জ থানায়ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এসময থানা কনফারেরন্স উপস্থিত ছিলেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, থানার ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মিজানুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ বিভিন্ন গনমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।