কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। কালিগঞ্জ থানার তদন্ত ওসি মোঃ ইবাদ হোসেন দৈনিক দৃষ্টিপাতকে জানান থানা পুলিশের অভিযানে গত বুধরার রাত্রে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে মোট ৪জন আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ নুরুজ্জামান( ৫২ সে রহমতপুর গ্রামের পিতা মৃত ছবির উদ্দীন, নলতা ইউনিয়নের সন্ন্যাসীরচক গ্রামের দ্বীন ইসলামের পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম (৩৫), ভাড়াশিমড়া ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের পুত্র মোঃ আবুল ফারাহ্ (৩৮), একই ইউনিয়নের চালতেবাড়িয়া গ্রামের মোঃ সাইফুল ইসলামের পুত্র মোঃ আসমাউল হোসেন (৩৪)। তাদেরকে পূর্বের মালমায় আটক করা হয়েছে। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।