কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৪৮পিস ফেনসিডিল, একটি প্রাইভেটকার সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ নূরনগর রোর্ডের রঘুরামপুর গ্রামস্থ রঘুরামপুর প্রাইমারী স্কুলের বাউন্ডারীর সামনে থেকে মেইন রোডে গতি রোধ করে একটি সাদা রংয়ের টয়োটা করোল্লা প্রাইভেট কার থামিয়ে ফেনসিডিল, গাড়ীর ড্রাইভার সহ মোট ৪ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যাক্তিরা হলো মোঃ রমজান মোড়ল, পিতা আমিন মোড়ল,সাং দক্ষিণ কুলিয়া ওয়েজ কুরুনী (৩৫), পিতা আব্দুল্লাহ্ সাং পূর্ব কলিয়া, মোঃ রাসেল ইসলাম (৩০), পিতা মোঃ শফিকুল ইসলাম, সাং বহেরা, মোঃ ইয়াছিন আরাফাত (৩২) পিতা রশিদ মোড়ল, সাং দক্ষিণ কুলিয়া সর্ব থানা দেবহাটা। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রিণ আইনের মামলা পূর্বক আসামীদের আদালতে সোপদ্দ করা হয়েছে। বিষয়টি কালিগঞ্জ থানর ওসি তদন্ত মোঃ ইবাদ আলী দৈনিক দৃষ্টিপাতকে এ তথ্য নিশ্চিত করেন।